শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

ধামইরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা করা হয়।

আলোচনা সভায় উপজেলা মেডিকেল অফিসার ডা: মো. নিয়াজ মোরশেদ চৌধুরী বলেন,
শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তির ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ এক অনুপুষ্টি এটি অসম্পৃক্ত জৈব যৌগের একটি গ্রুপ এবং চর্বিতে দ্রবণীয়। ভিটামিন এ মানবদেহে তৈরী হয় না। সুতরাং ভিটামিন ‘এ’ খাদ্য বা সম্পূরক মাধ্যমে গ্রহন করা আবশ্যক।

এছাড়াও ধামইরহাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, আগামিকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সারাদিন ব্যাপী ৬ থেকে ১১মাস ২৯ দিন বয়সী শিশুদের জন্য নীল রঙের ও ১২ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম, উপজেলা শিক্ষা অফিস মো. রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের (এমসি) মো. রবিউল ইসলাম, উপজেলা (এমটিএলইপিআই) মো. ছারোয়ার হোসেনসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৬ অপরাহ্ণ
  • ১৭:৫৭ অপরাহ্ণ
  • ১৯:১১ অপরাহ্ণ
  • ৬:৩১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102