বিশেষ প্রতিনিধিঃশাহীন আলম জয়।
ঢাকা-ময়মনসিংহ রেল রোডে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহতসহ ৭ জন আহতের খবর নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক।
আজ (১৩ ডিসেম্বর ) বুধবার ভোর চারটার দিকে গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনের আউটার সিগনাল এলাকায় ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এর ফলে ৭টি বগি লাইনচ্যুত হয়েছে।
এবং ১জন নিহতসহ ৭জন আহতের খবর জানা গিয়েছে।
নিহতের নাম—মো. আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওনা গ্রামের বাসিন্দা। আহত ৭ জনকে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুরো ঘটনা তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এরপর থেকেই ঢাকা-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।