কুমিল্লা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা পরিষদ বঙ্গবন্ধু স্মৃতিস্থম্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত করলেন।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আয়োজিত করেন তিতাস উপজেলা পরিষদ ও তিতাস প্রশাসন।
আজ ১৪ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় তিতাস উপজেলা পরিষদে ফুল দিয়ে শহীদবুদ্ধিজীবিদের স্বরণ করলেন।
আজকের শহীদবুদ্ধিজীবি দিবস স্বরণ করতে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা চেয়ারম্যান মো:পারভেজ হোসেন সরকার,তিতাস উপজেলা কর্মকর্তা নতুন যোগদানকৃত ইউএন’ও মো:নাজমুল হাসান,তিতাস উপজেলা কর্মকর্তা প্রকৌশলী অধিদপ্তর মো:শাহিদুল ইসলাম,তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকূর-উর -রহমান,তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ আহমেদ ফকির,তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন বতর্মান চেয়ারম্যান মো: নূরনবী সরকার,তিতাস উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফরিদা ইয়াসমিন,তিতাস থানা ওসি কাঞ্চন কান্তি দাস।
তিতাস উপজেলা পরিষদের এসময় বিভিন্ন অধিদপ্তরের সরকারী কর্মকর্তা ও তিতাস থানা বিভিন্ন পদের পুলিশ আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালিত করলেন।