কুমিল্লা জেলা প্রতিনিধি,মো: হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬নং ভিটিকান্দি ইউনিয়ন সেম্ভুপুর উত্তর পাড়া জামে মসজিদের উদ্যোগে ১৯ তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।আজ ১৭ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকার সময় ১৯ তম বার্ষিক মাহফিল কার্যকম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রাশেদ আহমেদ সাহেব।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মো: খোকন মিয়া
প্রধান বক্তা হিসেবে বয়ান করেন,প্রখ্যাত মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা কারী মুফতী রেজাউল করিম মাহমুদী,নারায়নগঞ্জ,ঢাকা।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন, পীরজাদা অহিদ উদ্দিন সরকার,নরীয়াবাদ দাখিল মাদ্রাসা।
হযরত মাওলানা মুফতী মহিউদ্দিন মাহমুদী,ঈমাম ও খতিব,আলহাজ্ব ওয়াসেক সরকার ফাউন্ডেশন জামে মসজিদ।
হযরত মাওলানা মোজাফফর আল মুহেব্বী,হরিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,তিতাস,কুমিল্লা।
হাফেজ মাওলানা নাজমুল হাসান,সেম্ভুপুর উত্তর পাড়া জামে মসজিদ।
সেম্ভুপুর ১৯ তম বার্ষিক মাহফিল পরিচানলা করেন,মো :আবু নাছের,সেম্ভুপুর গ্রাম,তিতাস,কুমিল্লা।