নিজস্ব প্রতিবেদক
-প্রতীক বরাদ্দ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তা আবু নাসের বেগ মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাকিব আল হাসানের এর হাতে নৌকা প্রতীক তুলে দেন।
প্রতিক পেয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের জানান, মাগুরা থেকে আমি অনেক কিছু পেয়েছি, আমার আর কিছু পাওয়ার নাই, এখন আমি মাগুরার জন্য কিছু করতে চাই, আমার সাথে আরো চারজন প্রার্থী আছে তারা সবাই যোগ্য, ভোটাররা যাকে পছন্দ করবে তারই আসলে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে এখানে। প্রচেষ্টা থাকবে আমরা যেন ভোটকেন্দ্রে বেশি ভোটার টানতে পারি, তিনি আরোও বলেন, এটা আসলে তাদেরই দায়িত্ব তারা কাকে নির্বাচিত করবে তাদের প্রতিনিধি হিসেবে, ভোটাররা যেন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে এসে নিজের ভোট নিজে দিয়ে আগামী পাঁচ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করেন, নিজের জন্য ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে বলেন তারা যেন এমন একজনকে নির্বাচিত করতে পারেন যে তাদের জন্য কাজ করতে পারবেন।
এসময় মাগুরা-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী বীরেণ শিকদারের হাতে নৌকা প্রতীক তুলে দেন রিটানিং কর্মকর্তা । এছাড়াও মাগুরা-১ আসনের জাতীয় পাটির প্রর্থী সিরাজুস সায়েফিন সাইফ কে লাঙ্গল প্রতীক ও মাগুরা-২ আসন থেকে জাতীয় পাটির প্রার্থী মুরাদ হোসেনকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয়া হয়। উল্লেখ্য মাগুরা-১ আসনে সাকিবের সাথে নির্বাচনে প্রতীদন্দীতা করবেন আরো ৪ জন প্রর্থী। এছাড়া মাগুরা-২ আসনেও নৌকা প্রতীকের সাথে প্রতিদন্বীতা করবেন ৪ জন প্রর্থী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুইটি আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন ।