কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা নারান্দিয়া ইউনিয়ন নয়ারচর গ্রামে পূর্ব বিরোধের জেরে ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক মো. মোস্তফা মুন্সিকে বাসা থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।
আজ ১৮ ডিসেম্বর বিকাল ৩:৩০ মিনিটের দিকে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত মো:মোস্তফা ভিটিকান্দি ইউনিয়নের মো: হাশেম মুন্সির ছেলে ও রঘুনাথপুর নয়ানী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যা করেছে শত্রুতার জের ধরে নারান্দিয়া ইউনিয়নের নয়ারচর গ্রামের ছেলে মো: সাইদুল।
এ বিষয়ে জানতে চাইলে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া বলেন, দিন দুপুরে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাই। জঘন্যতম এই ঘটনার তিনি নিন্দাও জানান।
তবে এক পক্ষ দাবি করছে মোস্তফা কে হত্যা করেছে পুর্বতা শত্রুতা জের ধরে।
তথ্য মোতাবেক জানা যায় যে,মো:মোস্তফা ও সাইদুল এর সাথে ধারনা ৩ বছর পূর্বে ঝগরা হয়।একসময় সাইদুলকে দাউদকান্দি আমিরাবাদ অঞ্চলে হত্যার উদ্যোশে আহত করে ফেলে দিয়ে আসে।
তারপর সাইদুল কে দাউদকান্দি প্রশাসন মেডিক্যাল এ ভর্তি করে সুস্থ করে।
তারপর থেকে মোস্তফা ও সাইদুলের মধ্যে শত্রুতা ভেড়ে যায়।
সেই শত্রুতা জের ধরে মোস্তফা কে হত্যা করে আজ বিকাল ৩:৩০ মিনিটে তিতাস নয়ারচর গ্রামে রাস্তার পাশে।
ঘটনাটি সরাসরি তথ্য নিয়ে জেনেছি ঘটনাস্থলে গিয়ে মৃত মোস্তফার খালাতো ভাইয়ের সাথে।
এই ঘটনা জানতে পেরে তিতাস থানা ওসি কাঞ্চন কান্তি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেন।