কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
দ্বাদশ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লা ১ আসনে (দাউদকান্দি-তিতাস উপজেলা) নৌকার মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর নৌকার প্রতীক পাওয়ার পর তিতাস উপজেলা বিভিন্ন ইউনিয়নে নৌকার মিছিল বের করেন। আজ ১৯ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় তিতাস ৬নং ভিটিকান্দি ইউনিয়ন সাবেক সফল দুইবারের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা নেতৃত্বে মানিককান্দি গ্রাম থেকে শুরু করে দুলারামপুর -হাইধনকান্দি গ্রাম পযর্ন্ত নৌকার প্রচারে মিছিল দিয়েছেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৬ নং ভিটিকান্দি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা। মো:জালাল সরকার,উপ-দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভিটিকান্দি ইউনিয়ন তিতাস,কুমিল্লা। মো:আবুমুছা জুয়েল,সাবেক সাধারণ সম্পাদক ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগ মো:এসহাক মোল্লা জুয়েল সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা সুযোগ্য সন্তান,মো:মেহেদী হাসান,শ্রমিকলীগের সদস্য ভিটিকান্দি ইউনিয়ন ও থানা সদস্য। মো:সিয়াম ছাত্রলীগনেতা ভিটিকিন্দি ইউনিয়ন, এসময় নৌকার মিছিলে ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য সদস্য,মো:জিন্নার,মো: ইয়াকুব,মো:শরীফ,মো:মানিক,মো:মিজান,মো:শাহাব উদ্দিন,মো:নাজির। আজকের নৌকার মিছিলে আওয়ামী লীগ সমর্থনকারীরা উচ্চাসে মেতেছেন।