গোপালগঞ্জে ইমাদ পরিবহ বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে পুড়ে যায়।ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে যানবাহন দুটি প্রায় পুড়ে যায়। এঘটনায় প্রাইভেটকার ড্রাইভার মোহাম্মদ উল্লাহ(৩৮)ঘটানস্থলেই নিহত হয়।সে আব্দুল লতিফ মাস্টারের ছেলে। গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষ হয়ে বাসের নিচে ঢুকে যায়।প্রথমে প্রাইভেটকারে আগুন লাগে সেই আগুন বাসে লেগে দুইটি গাড়ীতে আগুন ধরে যায়।তবে বাস যাত্রীদের কোন ক্ষতি হয়নি। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা তিন সহদর ফাহিম(২০), ফাহাদ(১৮) এবং ইফাদ (১৬) আহত হয়। আহতদেরকে কাশিয়ানী উপজেরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা সড়ক চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।