সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
নাগরপুর দপ্তিয়র ইউনিয়ন কুমড়াকান্দি বাজারে গত ১৬ই ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে মোটরসাইকেল এক্সিডেন্টে ১ জন নিহত এবং ২ জন আহত হয়। রেহাইভুগোলহাট মো: আজগার শেখের ছেলে, স্বাধীন(১৬) ও মো: কহিনুর ইসলাম( ৪৫),ছেলে মো: নবিনুর ইসলাম(১৮), মো: চান মিয়া( ৬০) ছেলে মো: রবিন (১৭), তিন জন কে ১৬ ডিসেম্বর বিকেলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই এলাকাবাসী। দুজনের অবস্তা ভালো হলেও আজগার শেখের ছেলে, স্বাধীনের অবস্তা গুরুতর হওয়ায়, সেখান থেকে রেফার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে। অবস্তা যখন আরো অবনতি হয় মানিকগঞ্জ থেকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর ২১ই ডিসেম্বর ভোর ৫ ঘটিকাই ইন্তেকাল করেন। রবিনের এর অবস্তা ভালো হলেও নবিনুরের অবস্তা আশঙ্কাজনক। মৃত পরিবারের শোকের ছায়া বইছে।