মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সাব রেজিস্ট্রি অফিসে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসের কার্যালয়ের অধীনে সনদপ্রাপ্ত দলিল লেখকগণের দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা, দলিল লিখন পদ্ধতি ও নাগরিক সেবা বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম, অফিস সহকারী মোছা. উম্মি ফাহমিদা জান্নাতুন, ধামইরহাট দলিল লেখক সমিতির সভাপতি মো. আব্দুল গফুর, সহ-সভাপতি মো. সানাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান (বাদল), সিনিয়র দলিল লেখক নারায়ণ চন্দ্র, মো. আব্দুল লতিফ, মো. ইব্রাহিম হোসেনসহ দলিল লেখক বৃন্দ।