কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক গ্রাম:রঘুনাথপুর মো:মোস্তফা,পিতা:আবুল হাশেম এর ছেলে কে গত ১৮ ডিসেম্বর দিনের ৩:৩০ মিনিটে নির্মমভাবে কুমিল্লা জেলা তিতাস নারান্দিয়া ইউনিয়ন নয়ারচর গ্রামের রাস্তার পাশে দুটি দোকানের সামনে ছুরি আঘাত করে কুপিয়ে গলা কেটে হত্যা করেছিলেন। মো:সাইদুর,পিতা:মৃত আবদুর রশিদ,গ্রাম:রঘুনাথপুর মো:মোস্তফা হত্যা করে পালিয়ে যায়। মৃত মোস্তার স্ত্রী মোসা:রুজিনা আক্তার বাদী হয়ে তিতাস থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেন ১৯/১২/২০২৩ইং মামলা-১০,প্রধান আসামী হিসেবে মামলা করেন মো:সাইদুর’মৃত আবদুর রশিদের ছেলে রঘুনাথপুর গ্রাম,তিতাস,কুমিল্লা। অপর আসামী হলো সাইদুর এর জেরতো ভাই মো: নাজিমউদ্দিন ও মাঈন উদ্দিন।তিতাস থানা ওসি কাঞ্চন কান্তি দাস নিশ্চিত করেছেন। আজ বিকাল ৪ ঘটিকার সময় মরহুম মোস্তফার ৪ দিন উপলক্ষ্যে ভিটিকান্দি রঘুনাথপুর আনন্দ বাজার আওয়ামী লীগ কার্যালয়ে মোস্তফার জন্য দোয়ার আয়োজন করা হয়।
এসময় দোয়ার মুনাজাত করেন ছিলেন মরহুম মোস্তফার হযরত মুফতী মাওলানা আবু তাহের। মরহুম মোস্তফার জন্য দোয়া করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জনাব আবুল হোসেন মোল্লা, আবদুর রব,সাবেক সভাপতি,৬ নং ভিটিকান্দি ৯ নং ওয়ার্ড, মো: রেনু স্বর্ণকার সভাপতি,৯নং ওয়ার্ড ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ। মো: শামীম আহম্মেদ,সাধারণ সম্পাদক,৬ নং ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ। মো:ফারুক,তথ্য ও গভেষনাবিষয়ক সম্পাদক তিতাস কুমিল্লা জেলা আওয়ামীলীগ। মো: এসহাক মোল্লা জুয়েল,৬নং ভিটিকান্দি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা সুযোগ্য সন্তান,মো:আবু মুসা জুয়েল,সাবেক সাধারণ সম্পাদক ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগ, আবদুল মতিন ভুইয়া,সাবেক সভাপতি,কৃষকলীগ ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ, এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় অংশগ্রহণ করেন। এসময় সকল গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুম মোস্তফা জন্য দোয়া করলেন মোস্তফা কে যেন আল্লাহ্ সর্বোচ্চ জান্নাত দান করেন এবং মুনাজাতের মধ্য দিয়ে দোয়ার কার্যকম শেষ করলেন।