মোঃআকতারু জ্জামান
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি হাটে যুবলীগের ও ক্রিড়িয়া সম্পাদকের অফিস ভাংচুরের অভিযোগ করে মোছাঃ মেহেরাফছুন সুমি জানান আমি একজন নারী উদ্যোক্তা।আমবাড়ি বাজারে আমার বরফ কল মিনি পিক-আপের ব্যবসা করি।পাশাপাশি আমার স্বামী মোঃ মাজেদুর হক ব্যবসা পরিচালনায় আমাকে সহযোগিতা করে। পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার স্বামীর যুবলীগ ও ক্রিড়িয়া সম্পাদক তার একটি অফিস আছে। গত ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে আনুমানিক দুপুর ১২,৩০ ঘটিকায় এক দল দুর্বৃত্তরা এসে তার স্বামীর অফিসে ঢুকে চেয়ার,টেবিল, টিভি, ব্যানার,ফেস্টুন ও দরজার তালা ভাঙ্গে এসব কার্জকালাপ চালিয়ে পালিয়ে যায়।
এব্যপারে সুমি বাদী হয়ে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেন। আমবাড়ি পুলিশ ফাঁড়ির অফিস ইনর্চাজ এর সাথে কথা বললে, তিনি জানায় আমরা একটা অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।