কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
দ্বাদশ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লা ১ আসনের নৌকার মাঝি ইঞ্জিনিয়ার আবদুস সবুর (দাউদকান্দি-তিতাস উপজেলা )তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন আজ ২২ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় ভিটিকান্দি দাসকান্দি বাজার থেকে শুরু করে হরিপুর গ্রাম,রতনপুর গ্রাম,কদমতলী গ্রামে ঘুরে ঘুরে নৌকার পথসভা মিছিল বের করেন।
আজকের নৌকার পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও তিতাস ওয়ার্ড সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
আজকে পথসভায় উপস্থিত ছিলেন, মুহাম্মদ শফিকূল ইসলাম শহীদুল্লাহ ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ।
মো:ইখলাস ,সভাপতি ৬নং ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ,
মো:কবির সিকদার,সহ-সভাপতি,৬নং ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ,
মো:জাকির মুন্সী,তিতাস উপজেলা প্রচার সম্পাদক,মো:রফিকূল ইসলাম নিরব,কূমিল্লা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সদস্য,শ্রমিকলীগ নেতা মো:ইয়াকুব,যুবলীগ নেতা মো:ইব্রাহিম,ছাত্রলীগ নেতা মো:রিয়াদ খান,কৃষকলীগ নেতা রাজিব মজুমদার,স্বেচ্ছাসেবকলীগ নেতা মো;সালিউদ্দিন,ভিটিকিন্দি ওয়ার্ড মো: জামাল মেম্বার,সাবেক মিজান মেম্বার,ভিটিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আহমেদ,ছাত্রলীগ নেতা মো:আহনাফ বোরহান,স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন সরকার,ভিটিকান্দি ইউনিয়ন ওয়াডা মো:আলেক মেম্বাল,ওয়ার্ড মেম্বার আকাশ মেম্বার,ছাত্রলীগ নেতা মো:নাছির এবং আজকের ভিটিকান্দি পথসভায় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।