মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :
কুষ্টিয়া -২ ভেড়ামারা মিরপুর সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী (স্বতন্ত্র) মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন , ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়নের কিংবদন্তিতুল্য ও বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান প্রয়াত আব্দুর রাজ্জাক এর কবর জিয়ারত করেছেন। আজ সকালে গণসংযোগ কালে তিনি কুচিয়ামোড়ায় অবস্থিত বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সন্নিকটে অবস্থিত কবরটি জিয়ারত করেন। এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম আব্দুর রাজ্জাক এর জ্যেষ্ঠ পুত্র সোহেল রানা পবন বর্তমানে উক্ত ১ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তার আরেক পুত্র বুলবুল হাসান পিপুল ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী তার নির্বাচনী প্রতীক ট্রাক প্রতীকের প্রচার অভিযানের অংশ হিসাবে আজ ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়ন তথা রাইটা পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় এলাকাবাসী পথচারী ও দোকানদার ব্যবসায়ী ভাইদের সাথে তিনি কুশলাদি বিনিময় করেন।