শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন। বুধবার (৩ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এক দম্পতি এবং সকালে সিডস্টোর বাজার এলাকায় এক মোটরসাইকেল চালক নিহত হন।

ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন, কুলেছা বেগম (৪২) এবং তার স্বামী আক্কাস আলী এবং মোটরসাইকেল চালক কামরুল ইসলাম (৩২)। এই ঘটনায় আরেক দম্পতি আহত হন। তারা হলেন, জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টি (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওজায়ের আল মাহমুদ আদনান জানান, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা পোশাক শ্রমিক দুই দম্পতি মহাসড়কে ছিটকে পড়েন। এই সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই কুলেছা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীর মৃত্যু হয়। আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টিকে (১৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, সকালে মহসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক কামরুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই নিহত হন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৬ অপরাহ্ণ
  • ১৭:৫৭ অপরাহ্ণ
  • ১৯:১১ অপরাহ্ণ
  • ৬:৩১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102