মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেল এর সংঘর্ষে দিলদার হোসেন (৪০) নামের একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ঘুকসি ব্রিজের উপরে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘড়িয়া নামক এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, নিজ মোটরসাইকেল নিয়ে দিলদার হোসেন ধামইরহাট বাজারে আসার পথে ঘুকসি ব্রীজের উপরে পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা একটি সিমেন্ট ও ঢেউ টিন বোঝাই ব্যাটারি চালিত ভ্যানের সঙে সংঘর্ষ বাঁধে। এতে মোটারসাইকেল চালক গুরত্বর আহত হলে ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।