নিজেস্ব প্রতিবেদকঃ
মাগুরায় ১৪ দলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান।
আজ দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে সভায়, জাপা, জাসদ,ওয়াকাস পার্টি সহ ১৪ দলের মাগুরা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, ১৪ দলের সাথে বৈঠক করেছি কিভাবে আগামী নির্বাচনের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই উদ্দেশ্যে। আমাদের আলোচনা হয়েছে মাগুরা ১ আসনের নির্বাচনী এলাকায় নৌকার প্রচার প্রচারনায় আমরা ঝাপিয়ে পড়বো এবং নির্বাচনে আমাদের প্রার্থী সাকিব আল হাসান কে জয়লাভ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাগুরা এক আসন উপহার দিব।
বৈঠক শেষে সাকিব সাংবাদিকদের বলেন, আমার সাথে তাদের প্রথমবার দেখা হলো স্বাভাবিক ভাবেই সৈজন্য সাক্ষাৎ হয়েছে এবং আমরা একতাবদ্ধ হয়েছি একসাথে কাজ করলে নৌকা যাতে বিপুল ভোটে জয়ী হয় সেই কাজ গুলোই আমরা একসাথে করবো।