ডেস্ক বার্তা :-
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মাগুরা থানার রিপোর্টার নিয়োগ পেলেন সাংবাদিক রাজিবুল ইসলাম
মঙ্গলবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দৈনিক সত্য প্রকাশ এর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (বাবু) এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় সাংবাদিক রাজিবুল ইসলাম কে মাগুরা থানার রিপোর্টারের দায়িত্ব দেওয়া হয়।পারিবারিক সূত্রে তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের আঃ হামীদ মোল্লার এর ছেলে সাংবাদিক রাজিবুল ইসলাম ছোট বেলা থেকেই সে একজন সাহসী ও প্রতিবাদী ছিলেন।
সংবাদ পত্রে আসার কারণ ছাত্র জীবন থেকে যখন দেখতো সমাজের মানুষ অসহায় ভুক্তভোগী হয়ে আছেন সমাজের অনেকেই, কেউ দেখে কেউ দেখে নাই,সত্য খবরটা কখনও প্রকাশ হত না, অন্যায়ের বিরুদ্ধে কখনও কেউ কলম চালাতেন না, মানুষের নেয্য অধিকারের কথা কেউ কখন ও তুলে ধরতেন না বলতেন না,দেশের মাদকের বিরুদ্ধে কেউ কখনও কলম ধরতেন না,অবৈধ কাজের প্রতি কখনও কেউ রুখে দাঁড়ারাতো না, কলম দিয়ে সত্য খবর লিখতেন না, ঠিক সেই সময়ে তার মাঝে অনুপ্রেরণা জাগে সংবাদ পত্রে কাজ করতে,সমাজের মানুষের সমস্যা সমাধান করতে-তার চিন্তা চেতনায়- প্রথমে ২০২০ সালে কুষ্টিয়ার সাপ্তাহিক সীমান্ত পত্রিকায় সাংবাদিক হিসেবে লেখালেখি শুরু করেন এরপর ২০২১ এরপর ২০২২ সালে সিলেট থেকে প্রকাশিত দৈনিক প্রচেষ্টা অনলাইন প্রত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে চলেছে। এ ছাড়াও তিনি জাতীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইনে লেখালেখি করে যাচ্ছেন। সাংবাদিক রাজিবুল ইসলাম , ধীরে ধীরে এলাকার বিভিন্ন সমস্যা সংবাদপত্রে তুলে ধরায় সেই সমস্যা গুলি প্রশাসনের নজরে আসে। এবং সাংবাদিক রাজিবুল ইসলাম তার ফেসবুকে সমস্যা গুলি তুলে ধরায় প্রশাসন সহ সাধারণ মানুষের নজরে আসে এবং অনেক সমস্যা সমাধান হয়।তার কাজের গুনগত মান দেখে সাধারণ মানুষ সহ সকলের কাছে প্রসংশিত হয়ে উঠেন। দীর্ঘ দিন যাবত দৈনিক সত্য প্রকাশ এ মাগুরা জেলা মোহাম্মদপুর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করে আসছেন, সাংবাদিক রাজিবুল ইসলাম – সম্পাদক মহোদয় তার কাজের দক্ষও সাহসীকতা, সততা দেখে মাগুরা জেলার মাগুরা থানার রিপোর্টার হিসেবে ১০/১১/২০২৩ইং তারিখে দায়িত্ব দেন। সাংবাদিক মোঃ রাজিবুল ইসলাম সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।