স্টাফ রিপোর্টার:
সময়ের সাথে তাল মিলিয়ে চলছে অনলাইন নিউজ পোর্টালগুলো। ইতোমধ্যে তার প্রমাণ রেখেছে পোর্টালগুলো প্রতিমুহূর্তে গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করে। গণমাধ্যম শাখায় অন্যরকম চাহিদা সৃষ্টি করতে পেরে পাঠকের কাছেও হয়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণও আছে। তারা তাদের মোবাইলে মুহূর্তেই পেয়ে যাচ্ছে দেশ-বিদেশের যাবতীয় খবর।
তারই ধারাবাহিকতায় জোরালো দাবি ওঠে অনলাইন নিউজ পের্টাল নিবন্ধনের। ২০২০ সাল থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে। এ ধারাবাহিকতায় সর্বশেষ ১২ টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও ১২ টি অনলাইন নিউজ পোর্টাল প্রাথমিক নিবন্ধনের অনুমোদনের কথা জানানো হ…