আল আমিন হোসেন রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাদপুর গ্রামে প্রতিবেশীর দেওয়া বিষে পেয়াজচাষির স্বপ্নভঙ্গ হয়েছে।
চাষি আব্দুল খালেক ৫ পাখি জমিতে রোপণের জন্য ১৫ শতাংশ জমিতে পেঁয়াজের বীজ বপন করেছিল। ৫ পাখি জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৩শ মণ। সেই পেঁয়াজ চাষির বীজ ক্ষেতে রাতের অন্ধকারে বিষ দিয়ে আব্দুল খালেকের স্বপ্নভঙ্গ করেছে এক প্রতিবেশী।
উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাদপুর গ্রামের মৃত সেকেন প্রামাণিকের ছেলে কৃষক আব্দুল খালেক বলেন, চলতি মৌসুমে পেঁয়াজ লাগানোর জন্য নিজের ১৫ শতাংশ জমিতে ৪ কেজি পেঁয়াজের বীজ (দানা) বপন করেছিলেন। পেঁয়াজের দানা লাগানোর উপযোগী হয়েছিল। পেঁয়াজ লাগানোর জমিও প্রস্তুত করে ফেলেছিলাম। ৫ কেজি পেঁয়াজের দানা (হালি) বর্তমান বাজার মূল্যও প্রায় ৩ লক্ষ টাকা…