সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিএনপি, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে নির্বাচন বর্জনের দাবীতে মঙ্গলবার ও বুধবার (২৬ ও ২৭ ডিসেম্বর) সকালে নাগরপুর সদর, ধুবড়িয়া তে-রাস্তা বাজার ও কেদারপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন বর্জন দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনি তফসিল ঘোষণার প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহ সভাপতি আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিকী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সদস্য শরিফ উদ্দিন আরজু, মোশাররফ হোসেন মূসা, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দল আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদল আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ অন্যান্য বিএনপি, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।