মোঃ মোশারেফ হোসেন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর-২০২৩) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদ হোসেন রিপন, মো. হারুন অর রশিদ, শিশির দাস, মিঠু সিকদার, উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দোলোয়ার হোসেন প্রমূখ।
একই দিন সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।