নিজস্ব প্রতিবেদক মোঃ আরমান হোসেন
জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ ঢাকা ১৯ সাভার আশুলিয়ায় নির্বাচনী মাট কাঁপাচ্ছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম । দীর্ঘদিন আশুলিয়া ধামসুলা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার দায়িত্ব কালে বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের উন্নতি করে। তিনি এবার সংসদ নির্বাচন স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে ট্রাক মার্কায় নির্বাচন করবেন এমন খবরে জেগে উঠেছে ভক্ত সমর্থন।
গত ১৯ তারিখ প্রতীক নির্বাচনের পর নির্বাচনী মাঠ যেন ভক্ত সমর্থন নেতাকর্মীদের দিয়ে কানায় কানায় ভর্তি, চলছে সভা সমাবেশ সহ উঠান বৈঠক চাওয়া হচ্ছে ভোট দেয়া হচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি। তবে সাভার আশুলিয়ার চা দোকান থেকে শুরু করে সকলের মুখে রয়েছে সাইফুল ইসলাম এর নাম।
অনেকেই বলছেন সাইফুল ইসলাম সাভার আশুলিয়ার বাঘ। তবে থেমে নেই ডাঃ এনামুর রহমান ত্রাণ প্রতিমন্ত্রী ঢাকা ১৯, নৌকার প্রার্থী সাভার আশুলিয়া। দলীয় প্রার্থী হওয়ায় তিনিও কিন্তু মাঠে রয়েছেন সক্রিয় ভূমিকায়। এদিকে সাবেক এমপি মুরাদ জং ও রয়েছে মাঠে করছেন গণসংযোগ উঠান বৈঠক সহ বিভিন্ন প্রোগ্রাম।
ট্রাক মার্কা এমপি প্রার্থী হিসেবে স্থানীয় শ্রমিক নেতাদের সমন্বয়ে নির্বাচনী মাঠে রয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। তার জায়গা থেকেও তিনি রয়েছেন সক্রিয় অবস্থানে।
নির্বাচনীয় উঠান বৈঠকে কেউ কাউকে দিচ্ছেন না ছার, একজন দিচ্ছেন আর একজনের দোষ, সাভার আশুলিয়ার সাধারণ জনগণ বলছেন তিনজন প্রার্থীই হেভি ওয়েট তবে শীর্ষে রয়েছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গণমানুষের নেতা সাইফুল ইসলাম । অনেকেই বলছেন সাভার আশুলিয়ার মাটি সাইফুল ইসলাম এর ঘাটি। সচেতন মহল বলছেন কারো থেকে কেউ কম নয় তবে নির্বাচন ৭ জানুয়ারির পরেই বোঝা যাবে কে হবে সাভার আশুলিয়ার বাঘ।