বিশেষ প্রতিনিধিঃ শাহীন আলম জয়।
মাগুরা মহম্মদপুর উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক ডা: আইয়ুব আলী সরদার উপস্থিত থেকে বলেছেন, বই উৎসব একটি সুন্দর ও মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। শিক্ষা ছাড়া সমৃদ্ধ জাতি বিনির্মাণ সম্ভব নয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি ফারুক রেজা লেলিন। তিনি বলেন, সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। নতুন কারিকুলামে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা সুফল পাবে। শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান বিদ্যালয়ের সভাপতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সুযোগ্য সভাপতি ফারুক রেজা লেলিন ছাত্র-ছাত্রীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দিত হয়েছেন।