মোঃশফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
মাগুরা মোহাম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের দুই ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন প্রধান আসামী আশিকুর রহমান(১৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১-১২ ২০২৩ ইং তারিখে মাগুরা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। আশিকুর রহমান মোহাম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ কলিমুল্লাহ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জেরে আসামে আশিকুর রহমান এবং তার সঙ্গীরা ভিকটিময়দ্বকে ডাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে জবাই করে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আশিকুর রহমান হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য গত ৩০/১২/২৩ ইং তারিখ শনিবার সবুজ মোল্লা(৩০) এবং হৃদয়ে মোল্লা(১৭) নামের আপন দুই ভাই কে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের মঞ্জু মোল্লার ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।
এই ঘটনা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়ন করা হয়েছে ।