নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মোহাম্মদপুরে জনসভা থেকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর শ্রী বীরেন শিকদার বলেছেন, আজ ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমার মাথায় হাত দিয়ে দোয়া করে বলেছেন, তোমার বিজয় নিয়ে আমার কোন দুশ্চিন্তা নেই, মাগুরা-১ এ সাকিব আল হাসান কে বিজয়ী করে আনতে হবে।
আজ মঙ্গলবার বিকালে মোহাম্মদপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের নৌকার প্রার্থী ডক্টর শ্রী বীরেন শিকদার এমপি। বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, মোহাম্মদপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সোহেল পারভেজ দ্বীপ, মোহাম্মদপুর উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।