মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কুষ্টিয়া-৩ আসনের নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফের পক্ষে দলীয় নেতা কর্মীদের নিয়ে বিশাল মিছিল নিয়ে প্রচারণা করেছেন ১৫ ৬নং ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম।
২ জানুয়ারি (মঙ্গলবার) কুষ্টিয়া ১৫ ওয়ার্ড এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও ওয়ার্ড যুবলীগ কমী-সমর্থকদের নিয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে নৌকার পক্ষে প্রচারনা করেন তিনি।
এছাড়াও তিনি ওই এলাকায় কমী-সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও সাধারন মানুষের সাথে নির্বাচনি বিশেষ বৈঠক করেন মহিদুল ইসলাম ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন চাষী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুল ইসলাম ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক লাল্টু।
নেতাকর্মীরা বলেন, মহিদুল ইসলাম সর্বদাই রাজপথে থেকে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে অক্লান্ত পরিশ্রম করেন।
মহিদুল ইসলাম বলেন, নৌকার বিজয় তার কাছে সকল কিছুর উর্ধে।