নিজেস্ব প্রতিবেদক
মাগুরায় সাকিব আল হাসানের নির্বাচনী পথসভায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আজ বুধবার বিকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথ সভায় উপস্থিত হন মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন স্থানীয়রা। এ পথসভায় সাকিব আল হাসান কে এক পলক দেখতে নারীদের ঢল নামে। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পথসভায় উপস্থিত ছিলেন।
মুন্সি মহিদুল ইসলাম মোহনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথ সভায় সাকিব আল হাসান বলেন, আমি কাজের মানুষ, বক্তব্যে বিশ্বাসী নয়। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন সুখে দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন। তাই আগামী ৭ জানুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে লাইন করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন। শীত যতই পড়ুক আপনাদের ভোট দিতে যেতেই হবে এবং নৌকা মার্কাকে বিজয়ী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে হবে ।
##মাগুরা তাং-০৩/০১/২৪ইং