নিজস্ব প্রতিবেদকঃ
মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ব্যালট বাক্স সহ সরঞ্জামাদী ২৯২ টি ভোট কেন্দ্রে পাঠানো শুরু করেছে রির্টানিং কর্মকর্তা।
আজ (০৬ জনুয়ারি) শনিবার ভোর ০৬টায় রিটার্নিং অফিসার মাগুরার কার্যালয় থেকে প্রথমে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে ভোটের সরঞ্জামাদি পাঠানো হয়। পরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলার দুইটি সংসদীয় আসনের ২৯২ টি ভোটকেন্দ্রে নির্বাচনি ব্যালট বক্স ও সরঞ্জামাদি পাঠানো হয়।
আগামীকাল (৭ জানুয়ারি) রবিবার রাত তিনটা থেকে ছয়টা পর্যন্ত ব্যালট পেপার ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ। নির্বাচনে ভোট গ্রহনের সার্বিক প্রন্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মাগুরায় দুইটি সংসদীয় আসন রয়েছে। মাগুরা ১ আসন সদর এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে ভোটকেন্দ্র মোট ১২৫ টি যেখানে ভোট কক্ষ রয়েছে ৮১২ টি। মোট ভোটার ০৪ লক্ষ ৪৮৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৬২, নারী ভোটার ১ লক্ষ ৯৯ হাজার ৬১২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০২জন
মাগুরা ২ আসনটি মোহাম্মদপুর, শালিখা, ও সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোট কেন্দ্র ১৪৩ টি ভোট কক্ষ রয়েছে ৭৮৫ টি। মোট ভোটার সংখ্যা ০৩ লক্ষ ৮৭হাজার ৪৩৫ জন । যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ০১ লক্ষ ৯৭ হাজার ৩ শত ৪৩ জন, নারী ভোটার ০১ লক্ষ ৯০ হাজার ৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০৩জন। সর্বোপরি জেলায় মোট ভোটার রয়েছে ৭ লক্ষ ৮৭হাজার ৯২০ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ২৯২ টি।
এদিকে নির্বাচন অবাধ্য সুস্থ করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ১৭জন নির্বাহী ও ০৫ জন জুডিশিয়াল সহ মোট ২২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও পুলিশ রয়েছে ৯৮৫ জন, ০৯টি মোবাইল টিমে ১১৭ জন, ০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমে ৩২ জন, সেনাবাহিনী ৩২০ জন, বিজিবি ১০০ জন, র্যাব ৩৭, জন, আনসার সদস্য ৩৬০৪ জন সহ মোট ৫০৬৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
আগামীকাল (৭ জনুয়ারি) রবিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
##মাগুরা, তাং-০৬/০১/২৪ইং