রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী-২ সদর আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র (১) এবং ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আজিমকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি দল।
নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত যৌথবাহিনীর একটি দল গভীর রাতে তাকে হাতেনাতে গ্রেফতার করে।যৌথ বাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়,গভীর রাতে কাঁচি প্রতীকের পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছিলেন তিনি।রাজশাহী-২ আসনে কাঁচি প্রতীকের পক্ষে কাজ করছিলেন তিনি।এসময় তিনি ২১ নং ওয়ার্ডের ভোটারদের কাছে অর্থ বিলিসহ দলবদ্ধভাবে ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফট্যানেন্ট মারুফ হোসেন খান বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের দায়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আজিমকে আটক করা হয়েছে এবং তাকে নির্বাচনী ট্রাইবুনালে বিচারের মুখোমুখি করা হবে।