নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভোট প্রদান করে মিডিয়াকে জানালেন জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তিনি সকাল ৮ -১মিনিটে শহরের দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করেন।
এদিকে মাগুরা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিয়েছেন বর্তমান সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর,
অন্যদিকে সকাল ১০ টায় মাগুরা -২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডক্টর শ্রী বীরেন শিকদার শালিখা উপজেলার সিংড়া স্কুল ভোটকেন্দ্রে তার ভোট প্রদান করেন। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
মাগুরায় সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
কুয়াশা এবং শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার আশা করছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।
মাগুরার দুটি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাগুরা ১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আশ প্রতীকের মোট পাঁচ জন প্রার্থী রয়েছে।
মাগুরা ২ আসনে নৌকার প্রার্থী ডক্টর শ্রী বীরেনন সিকদার এমপি, লাঙ্গল, একতারা, ডাব, সোনালী আশ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানসহ মোট ছয় জন প্রার্থী রয়েছে।
মাগুরা ১ আসনে ১৫২ টি ভোট কেন্দ্রে ৪,০০,৪৮৫ জন ভোটার এবং মাগুরা ২ আসনে ১৪৩ টি ভোট কেন্দ্রে ৩,৮৭,৯২০ জন ভোটার রয়েছে।
মাগুরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব , পুলিশ,আনসারসহ ৫,০৬৮ জন সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গন দায়িত্ব পালন করছেন।