রোমানহোসেন বিশেষ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি ৮ হাজার ২১০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এছাড়া আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডাক্তার এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।
বিজয়ী প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাভার ও আশুলিয়ার জনগণের ভালোবাসার মূল্যায়নের ফল আমার এ বিজয়।