নিজস্ব প্রতিবেদক
মাগুরা -১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৫২ টি ভোট কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কা প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী পেয়েছেন ৫৯৭৩ভোট।
অন্যদিকে জেলার অপর সংসদীয় আসন মাগুরা ২ এ নৌকার প্রার্থী শ্রী বীরেন শিকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৪৩ টি ভোট কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৪৮৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল ১৩হাজার ২৬৫ ভোট পেয়েছে। রাত সারে দশটায় প্রার্থী ও সরকারি বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ।