মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :
আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে কুষ্টিয়া- ২ (ভেড়ামারা- মিরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত করা হয়।
বিকাল ৫ টায় নবনির্বাচিত সংসদ সদস্য ভেড়ামারা প্রেসক্লাবে এসে পৌঁছলে ভেড়ামারা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান।
উল্লেখ্য গত ৭ জানু/২৪ ইং তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইতিহাস সৃষ্টি করে ১৪ দলীয় জোটের প্রার্থী হাসানুল হক ইনু’কে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
নবনির্বাচিত সংসদ সদস্য ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে খোলামেলা বৈঠক করেন।
তিনি প্রেসক্লাব ও সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তথ্য প্রযুক্তির বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির সাথে যুক্ত হওয়ার আহবান সহ ব্যক্তিগত অর্থায়নে ভেড়ামারা প্রেসক্লাবকে দুটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন।
এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা কামাল মুকুল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু আওয়ামীলীগ নেতা মমতাজ হোসেন পলি,পৌর আওয়ামীলীগের জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহাদুজ্জামান রানা, সোহেল রানা পবন,ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ভেড়ামারা প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, হেলাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, সাংবাদিক ওমর ফারুক ও মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক রোহানুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহন আলী, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, মেহেদী হাসান জ্যাকি,মো: লিটন উজ্জামান, শাকিল হোসেন,শিপন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।