শাহাদাৎ হোসেন সরকার
আশুলিয়ায় চোরাই প্রাইভেটকার সহ একজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ
জানা যায় ভাড়ায় চালিত কালো রঙের একটি প্রাইভেট কার মেট্রো-খ-১২-১০৬৯, ০৭/০১/২৪ ইং তারিখ আশুলিয়া প্রেসক্লাবের সামনের মাঠে প্রতি দিনের ন্যায় ড্রাইভার স্বপন রেখে বাসায় চলে যায়।
পরের দিন ০৮/০১/২০২৪ তারিখ সন্ধা অনুমান ০৬:০০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে আসিয়া দেখিতে পায় তার গাড়ীখানা যথাস্থানে নাই, অনেক খোঁজাখুঁজির পর গাড়িটি না পেয়ে একটি অজ্ঞাত নামা অভিযোগ দায়ের করে।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ০৯/০১/২০২৪ ইং তারিখ রাত্র অনুমান ২,২০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন
বিশমাইল বাসষ্ট্যান্ড ঢাকাগামী লেনের রাস্তার পাশে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার সহ চোরাই যাওয়া কালো রংয়ের প্রাইভেটকার যাহার রেজিষ্ট্রেশন নাম্বার-ঢাকা মেট্রো-খ-১২-১০৬৯, মূল্য অনুমান-৬,০০০০০ (ছয় লক্ষ) টাকা উদ্ধার করেন আশুলিয়া থানার উপপরিদর্শক চৌকস অফিসার আবুল হাসান সহ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি ফয়সাল আহমেদ (৩৭) পিতা-মৃত ডাঃ কেনু মিয়া, মাতা- জইফুননেছা, সাং-মাছিমনগর,
থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাক্ষনবাড়ীয়, বর্তমানে ভাদাইল মধ্যপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক আবুল হাসান বলেন অভিযোগ তদন্তকালীন সময় বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে আসামি ফয়সাল আহমেদ কে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামি ফয়সাল আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ি চুরির সাথে সম্পৃক্ত আছে বলে স্বীকার করেন।
এবং এ বিষয়ে আসামী ফয়সাল আহমেদ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিবেন বলে জানিয়েছেন ।
উক্ত বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার নং (১৬) এছাড়াও উক্ত আসামী ফয়সাল আহমেদ এর বিরুদ্ধে নিম্নে বর্ণিত মামলা বিদ্যমানঃ
১। ডিএমপি ঢাকার ভাটারা থানার মামলা নং-১৪ তারিখ-০৯/০৫/২০২৩ খ্রীঃ, ধারাঃ ৩৭৯ পেনাল কোড।
২। জিএমপি টঙ্গী পূর্ব থানার মামলা নং-০৬ তারিখ-১২/১১/২০২৩ খ্রীঃ, ধারাঃ ৪১৩ পেনাল কোড।
৩। কুমিল্লা চান্দিনা থানার মামলা নং-৩৩ তারিখ-১৬/০৯/২০১৮ খ্রীঃ, ধারাঃ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনের ১৯ (১) এর ৯(খ)/২৫।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।