শাহাদাৎ হোসেন সরকারঃ
গাজীপুর মহানগর কাশিমপুর সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেট সংলগ্ন হানিফ ওয়েল মিলে নোংরা পরিবেশে প্যাকেজিং হচ্ছে সরিষার তৈল।
সরজমিনে গেলে দেখা যায় গাদাগাদি কারখানায় নোংরা অবস্থায় খোলা সরিষার তৈল বিএসটিআই ট্রেডমার্ক ট্রিনের বক্সে ভর্তি করছেন একটি লোক যার হাতে নেই হ্যান্ড গ্লাভস ফলোরে নাই ট্রাইজ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তুপ।
উক্ত কারখানায় সকল মেশিন বন্ধ প্লাস্টিকের ড্রাম ভর্তি রয়েছে সয়াবিন তৈল, ড্রাম ভর্তি সয়াবিন তৈল থাকলেও প্যাকেজিং হচ্ছে সরিষার তৈল। বিষয়টি রহস্যজনক।
কারখানার ভিতর গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে সরিষা তবে মেশিন ছিল বন্ধ,উক্ত মেশিনের অবস্থা দেখে মনে হয় প্রায় অনেক দিন ধরে চলে না এসকল মেশিন।
গাদাগাদি কারখানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকল জিনিসপত্র উক্ত স্থানে প্যাকেজিং হচ্ছে সরিষার তৈল সহ হলুদ মরিচের গুড়া ।
এ বিষয়ে কারখানার মালিক হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কারখানায় রয়েছে সকল কাগজপত্র, তবে বি এস টি আই বা পরিবেশ ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি দেখান ক্ষমতার দাপট।
এ বিষয়ে এলাকাবাসী জানান আমরা কখনই দেখিনি চলেছে মেশিন তবে তৈরি হচ্ছে সরিষার তৈল,এটা আসলে কি করে সম্ভব? এখানে যে কোন রহস্য রয়েছে বলে আমার মনে করছি।
স্থানীয় প্রশাসন এবিষয়ে ক্ষতি থেকে নিবেন প্রয়োজনীয় ব্যবস্থা,এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।
তবে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি বিএসটিআই ভোক্তা অধিকার বা পরিবেশ অধিদপ্তরের সাথে। পর্ব ১