মোঃ আরমান হোসেন
আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয়জনকে নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের মেয়াদের সরকারেও ছয়জন উপদেষ্টা ছিলেন। নির্বাচন কমিশন নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পদত্যাগ করেন।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩ বি (১) অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে তাদের নিয়োগ দেয়া হয়েছে। এই পদে থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
আগের সরকারে মসিউর রহমান ছিলেন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা; ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা; গওহর রিজভী ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা; মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ছিলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং সালমান ফজলুর রহমান ছিলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।
এছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা ছিলেন সজীব আহমেদ ওয়াজেদ জয়।