স্বাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধ
নাটোরের লালপুর উপজেলায় গত ৪ দিনধরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় কনকনে শীতে বইছে হিমেল বাতাস, পড়েছে ঘন কুয়াশা ও শীত । প্রচন্ড শীতে মানুষের পাশাপাশি গবাদি পশুসহ, অন্যান্য পশুপাখিগুলোও কাহিল হয়ে পড়েছে।
এদিকে কনকনে শীতে হাসপাতালে ঠান্ডাজণিত কারণে শিশু ও বৃদ্ধ রোগির সংখ্যা বেড়েই চলেছে। দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে তাপমাত্রা কমে যাচ্ছে।
শনিবার ১৩ই জানুয়ারী লালপুর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্যমতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী আরো ২/৩ দিন এই তাপমাত্রা থাকতে পারে বলে জানা যায়। লালপুরে হাড় কাঁপানো ও কনকনে শীতে মানুষের পাশাপাশি গবাদি পশুসহ অন্যান্য প্রাণিকুলও কাহিল হয়ে পড়েছে। পদ্মা নদীর হিম…