মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।গত ১৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ২০২৪-সনের বার্ষিক নির্বাচনে ১৫-টি পদের বিপরীতে ২৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত এ্যাডঃ মাহবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ রাশেদ মাহমুদ শাহিন নির্বাচিত হয়েছেন। মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে২৭৮ জন ভোটারের মধ্যে ২২৪ জন আইনজীবী ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।এ্যাডঃ শিবপ্রসাদ ভট্টাচার্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেনএবং ফলাফল ঘোষণা করেন।পরে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির সদস্যরা।