কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা ১ আসনের নতুন এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর দ্রত একটি ফ্রুট ওভারব্রিজ অনুমোদন করালেন,দাউদকান্দি হাসানপুর কলেজের ১ম বর্ষের ছাত্রী মোসা:মীম আক্তার(১৭) গত ৯ জানুয়ারি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পিকাপ ও বাইকের ধাক্কায় মৃত্যুফরণ করেছিলেন।
দূর্ঘটনার পর পর মহাসড়ক অবরোধ করেন হাসানপুর ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। দাউদকান্দি থানা ওসি ও ইউএনও উপস্থিত ছিলেন বলেছিলেন ৭ দিনের মধ্যে ওপমহল থেকে কাজের অনুমোদন করাবে এখানে একটি ফ্রুটওভারব্রিজ করার জন্য। তারপর নতুন এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুরকে এ বিষয়ে অবগত করা হয়। হাসানপুর মহাসড়ক এ একটি ফ্রুটওভারব্রিজ করার অনুমোদন করিয়েছেন,আনুমানিক ৪৩৫ লক্ষ টাকা বরাদ্দ হবে।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন,গতকিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় কমলমতি একটি শিক্ষার্থী প্রাণ জড়ে যায় ওই সময় সকল শিক্ষার্থীরা মাননীয় এমপি মহোদয়কে জানানোর পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। আজ ১৬ জানুয়ারি মাননীয় এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক (এন-১)এর ৪৩ তম কিলোমিটারে(চেইনেজ ৪২+১০০)হাসানপুর শহীদ নজরুল ডিগ্রী সরকারি কলেজের সামনে একটি ফ্রুট ওভার ব্রীজ নির্মাণের প্রশাসনিক অনুমোদনসহ ৩২৫৮১১০ পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রাম (সড়ক ও মহাসড়ক-মাইনর)খাতে আনুমানিক ৪৩৫.০০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান প্রসঙ্গে।