মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি
গতকাল বিকেলে কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন এর পক্ষে মাড়েয়া বামনহাটে ৪০০ পিস কম্বল শীতার্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। তারুণ্যে গড়বে পঞ্চগড় সংগঠনের আয়োজনে মাড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মাড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আনছার মোঃরেজাউল করিম সামিম এর সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মাড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুশিল চন্দ্র বর্মন, মাড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীনবন্ধু বর্মন, বোদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম রিপন, মাড়েয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আবু বক্কর সিদ্দিক লাবু,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুয়াইব সাদিক উচ্ছাস, ছাত্রনেতা জুয়েল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন ভিডিও কলে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব দুস্হ অসহায় নিম্ন আয়ের মানুষের সেবায় সবসময় নিয়োজিত, তিনি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবেন, এসময় সাদ্দাম হোসেন উপস্থিত সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং মাননীয় প্রধানমন্ত্রী পাশ্বে থাকার আহবান জানান।