নিজস্ব প্রতিবেদক
গৃহ কর্মীদের ডিজিটাল কর্মসংস্থানে সম্পৃক্তকরণ সভা, হ্যালো ট্যাক্স ও সুনিতি প্রকল্পর উদ্যোগে ১৬ই জানুয়ারি দুপুর ২ ঘটিকায় রাজধানী উত্তর বাড্ডা ইনভাইট পার্টি সেন্টারে,, মোট গৃহকর্মী ১৬ হাজার, বাড্ডা এলাকায় ৪০০০ হাজার, উপস্থিত পার্টি সেন্টারে ৬৫ জন, উক্ত সভায় সভাপতিত্ব করেন হ্যালোটেকস্ক প্লাটফর্ম লিমিটেডের সভাপতি খোশ নূর আলম সিদ্দিকী, অতিথি রাবেয়া আক্তার কর্মজীবী নারী, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ মোয়াজেম হোসেন।
ফিল কর্মকর্তা হ্যালো টাস্ক মূলত মোবাইল অ্যাপের মাধ্যমে গৃহ কর্মীর কাজ দেওয়া ও নিয়োগকারীদের সেবা প্রদান করে থাকে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হ্যালোটাস্ক প্লাটফর্ম লিমিটেড এর প্রকল্প ব্যবস্থাপক খোশনুর আলম ছিদ্দিকী। নিরাপদ গৃহকর্মী নিরাপদ ঘর শীর্ষক’ প্রতিপাদ্য রেখে সভার উদ্দেশ্য উপস্থাপন করেন হ্যালোটাস্কের অপারেশন ব্যবস্থাপক মো. আলী জিন্নাহ । প্রজক্টের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ডিএসকে-এর প্রকল্প ব্যবস্থাপক মাহবুব শিপন।
সুনীতি প্রকল্পের জীবন দক্ষতা প্রশিক্ষণ ও গৃহকর্মী ফোরাম নিয়ে আলোকপাত করেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের মোহাম্মদপুর হাবের প্রকল্প কর্মকর্তা শংকর চন্দ্র।
সভায় অংশগ্রহকারী গৃহকর্মী প্রিয়া বলেন, আমি ১০ বছর ধরে কাজ করে যে সুবিধা পায়নি তার থেকে কয়েকমাস যাবৎ হ্যালোটাস্কে কাজ করে বেশি সুবিধা ও সম্মান পেয়েছি। আমি হ্যালোটাস্কের প্রতি কৃতজ্ঞ।এছাড়াও তিনি সকল গৃহকর্মীদের উদ্দেশ্য করে বলেন, হ্যালোটাস্ক বিনামূল্যে আমাদের এই সেবা দিয়ে থাকে। আমি বলবো প্রত্যেক গৃহকর্মীর উচিত এর সাথে যুক্ত হওয়া।হ্যালোটাস্কে কর্মরত আরেক গৃহকর্মী রুবিনা বেগম বলেন, হ্যালোটাস্ক শুধু কাজ দেয় তা না তারা নিয়মিত প্রশিক্ষণ করায় বিভিন্ন ট্রেনিং দেয়।
হ্যালোটাস্কের কার্যক্রম আমার কাছে একদম রোবটের মতো মনে হয়। মোবাইলের মাধ্যমে গৃহকর্মীরা কখনো কাজ পাবে এটা আমি আগে বিশ্বাস করতে পারতাম না, এখানে যুক্ত হবার পর বুঝেছি। আমি খুব লাকি।
প্রকল্প নিয়োজিত কর্মকর্তারা বলেন, হ্যালোটাস্কের মাধ্যমে কাজে যুক্ত হয়ে কিভাবে কাজে যুক্ত হওয়া যায় আমরা তাই তুলে ধরেছি গৃহকর্মীদের মাঝে। আর তাছাড়া হ্যালোটাস্ক কাজ ও অর্থ প্রদানে ১০০ ভাগ সুবিধা প্রদান করে থাকে। তারা আরোও বলেন, যেহুতু আমাদের কোন সংগঠন নাই তাই আমাদের নিজেদের দাবি আদায়ে সংগঠিত হতে হবে।
সভায় ৬৫ জন গৃহকর্মী কে নিয়ে ৫ টি দলভিত্তিক সেশন করা হয় যেখানে গৃহকর্মীরা কিভাবে হ্যালোটাস্কে মোবাইলের মাধ্যমে কাজ পাবে তা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও তাদের শোভন কাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।