মো: আসিফ ইসলাম বোদা উপজেলা প্রতিনিধি
পৌষ-মাঘ দুই মাস নিয়ে শীতকাল হলেও প্রকৃতির পরিবর্তনের কারণে পঞ্চগড়সহ সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা। দেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড়ের জেঁকে বসা শীতের তীব্রতা বিপর্যস্ত পঞ্চগড় জেলর মানুষ। তাই শীতের তীব্রতা বিপর্যস্ত মানুষের মাঝে আজ ১৮-০১-২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতি বার সকাল ১০ ঘটিকায় বোদা পৌর মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হয়। বোদা পৌরসভার ৯টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে মোট ২০০০পিস কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সচিব, মোঃ শফিউল্লাহ সরকার, পৌর অ্যাকাউন্টেন, মোঃ রাশেদুল আলম, পৌর ইঞ্জিনিয়ার, মোঃ শাহীন হোসেন, বোদা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, পৌরসভার উচ্চমান সহকারী, মোঃ আবু সাজ্জাদ আল তারিক সবুজ সহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর গন উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ ওয়ার্ডের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।