সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ আসন, আহসানুল ইসলাম টিটু পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় ও নব গঠিত মন্ত্রীপরিষদের বাণিজ্য প্রতিমন্ত্রী হওয়ায় শাজাহান কন্ট্রাক্টর,ও জি এম আলিমুর রহমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতাকর্মিদের নিয়ে অনন্দ মিছিল ও করেন। মিছিল শেষে শাজাহান কন্ট্রাক্টর বলেন আহসানুল ইসলাম টিটু এমপি নাগরপুর দেলদুয়ারের গর্ভ। আহসানুল ইসলাম টিটু বাণিজ্য প্রতিমন্ত্রী হওয়ায় দপ্তিয়র ইউনিয়ন বাসি আনন্দ প্রকাশ করেছে। তিনি আরও বলেন গত পাঁচ বছর যে উন্নয়ন হয়েছে এবার তার চেয়ে অনেক বেসি উন্নয়ন হবে বলে মত প্রকাশ করেন। আহসানুল ইসলাম টিটু এখন শুধু নাগরপুর দেলদুয়ারের না। তিনি এখন সমগ্র বাংলাদেশের প্রতিমন্ত্রী। এখন তার দায়িত্ব অনেক বেশি।তিনি আরও বলেন বালিয়াবন্দরের মানুষ তাকে মনে প্রাণে ভালোবেসে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিয়ে পাঁচআড়ার ভোট কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন।তিনি আহসানুল ইসলাম টিটু বাণিজ্য প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, বালিয়া বন্দরের মানুষ আপনার জন্য অনেক কষ্ট করেছে কনকনে শিতের মধ্য সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছে, আপনি তাদের মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ।পরে আরও বক্তব্য রাখেন শাজাহান কন্ট্রাক্টরের ভাতিজা জি এম আলিমুর রহমান তিনি বলেন আমি রাজনীতি করি নিজের জন্য না এলাকার গরিব দুঃখী পিছিয়ে পড়া মানুষদের জন্য। তিনি বলেন আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন এখন গরিব দুঃখী মানুষের পাশে দাড়াতে পারলে নিজেকে ধন্য মনে করবো