আল-আমিন স্টাফ রিপোর্টার
শেরপুর জেলার ঝিনাইগাতী বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় অটো রিকশা চালকদের কাছ থেকে প্রতিনিয়তই জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম সব ধরণের চাঁদাবাজী বন্ধের নির্দেশ দিয়েছেন।
বুধবার বিকেলে স্থানীয় বাঁকাকুরা উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এসময় এমপি চাঁদাবাজতের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চালন করে বলেন, খেটে খাওয়া দরিদ্র অটো রিকশা চালকদের কাছ থেকে আর কোনো চাঁদা আদায় করা যাবে না। আর যদি কেউ আজকের পরেও চাদা আদায় করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমার ঝিনাইগাতী-শ্রীবরদীতে চাঁদা আদায়ের মতো এতো বড় অন্যায়মূলক কাজ হচ্ছে শুনে আমার বুকটা কেঁপে উঠলো। সাধারণ মানুষজন এইভাবে খারাপ মানুষের কাছে জিম্মি। এসব আর হতে দেওয়া যাবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ওসি (তদন্ত) আবুল কাশেমকে এসময় চাঁদাবাজদের বিরুধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন এমপি।
উল্লেখ্য একটি চক্র প্রতিদিন অটোরিকশা চালকদের কাছ থেকে ১০ টাকা এবং ১০০ টাকা করে প্রতিমাসে চাঁদা তুলে বল অভিযোগ রয়েছে। শুধু ক্ষমতার জোরে এই কাজ করে যাচ্ছে বলে জানা যায় অটো এবং অটোরিকশা চালকদের কাছ থেকে।
নবনির্বাচিত এমপির চাঁদাবাজী বন্ধের ঘোষণা এলাকায় প্রশংসা কুড়িয়েছে।