নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুরে জোরপূর্বক জমি দখল করতে বাধা দেওয়ায় পারভীন আক্তার সহ তার পরিবারের ১১জনকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে আবুল হোসেনের বিরুদ্ধে।
রবিবার সকাল ৯টার দিকে (২১-০১-২০২৪) কাশিমপুরের এনায়েতপুর পূর্বপাড়া এলাকায় পারভিন আক্তার এর ক্রয়কৃত ৭ শতাংশ জমিতে প্রতিবেশী আবুল হোসেন বাড়ি নির্মাণ করতে যায়। এ সময় পারভিন আক্তার তার জমিতে কাজ করতে বাধা দিলে আবুল হোসেন চড়াও হয়ে পারভিন আক্তার কে নির্মাণাধীন স্থানের ইট দিয়ে মাথায় আঘাত করে। এ সময় উভয় পরিবারের সংঘর্ষে ১১ জন আহত হয়।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত আবুল হোসেন পারভিন আক্তার এর ক্রয় কৃত জমিতে জোরপূর্বক ভাবে বাড়ির নির্মাণ করতে চায়। এ সময় পারভিন আক্তার ও তার পরিবার আবুল হোসেনকে কাজ করতে বাধা দিলে আবুল হোসেনের লোকজন পারভিন আক্তার ও তার পরিবারের লোকজনকে লাঠিসুটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে উভয় পক্ষের মোট ১১ জন আহত হন। আহতদের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১১জন আহত হয়েছেন। এই ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।