বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ইউপি সদস্যের সন্ত্রাসী কার্যক্রম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নারী শ্রমিক নিহত গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সাথে প্রিন্ট ও ইলেক্টনিক্স সাংবাদিকের সাথে মতবিনিময় সভা মাগুরায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সমাবেশ  গাইবান্ধায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত পঞ্চগড়ের বোদায় কলেজ ছাত্রীর আত্মহত্যা মহম্মদপুর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্র আহাদের বাড়িতে নবাগত জেলা প্রশাসক জয়পুরহাটে ঐষুধ ব্যবসায়ীদের নির্বাচনি মতবিনিময় ও প্রতিবাদ সভা জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কাঁঠালিয়ায় নবনির্বাচিত এমপি শাহজাহান ওমর কে বিজয়ী সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

 

 

মোঃ মোশারেফ হোসেন ঝালকাঠি প্রতিনিধি

 

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজেনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তমকে বিজয়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃএমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃনেছার উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃবদিউজ্জামান সিকদার, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, থানার ওসি মোঃনাসির উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার,

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার, জেলা পরিষদ সদস্য এসএম ফয়জুল আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান মোঃহারুন অর রশীদ, শিশির দাস, মোঃআমিরুল ইসলাম ফোরকান, মোঃমাহমুদুল হক নাহিদ, মোঃমাহমুদ হোসেন রিপন, মোঃমিঠু সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো.ফজলুল হক মৃধা, প্রধান অতিথির ব্যাক্তিগত সহকারি ব্যারিস্টার মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি শাহজাহান ওমর বলেন, এ আসনের সাবেক এমপি বজলুল হক হারুন সাহেব একজন ভদ্র মানুষ। তার আমলে এখানে অনেক উন্নয়ণমূলক কাজ হয়েছে। একাজ গুলো তিনি গুটি কয়েক মানুষকে দিয়ে করিয়েছেন। তিনি উল্লেখ করেন, এর আগে ১৯৭৯-১৯৯১ ও ২০০১ সালে তিনি এমপি নির্বাচিত হন। এ জনপদ তার চীর চেনা। মহান স্বাধীনতার সময় ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। পাকিস্থানি বাহিনী ও তাদের দোসরদের আক্রমনে তিনবার আহত হয়েছিলেন। বঙ্গবন্ধু তাকে বীরউত্তম খেতাবে ভুষিত করেন। এ উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃনেছার উদ্দিন দুইজনই বীরমুক্তি যোদ্ধার সন্তান। এরা আমার সন্তানের মতো। এলাকার উন্নয়ণে প্রশাসনের সহযোগীতার কামনা করেন তিনি।

এর আগে তিনি উপজেলা সদরের বাসস্টান্ডের দলীয় কার্যালয় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য উপজেলা আওয়ামী লীগের নেতা ডাঃ আবদুল জলিল মিয়াজী, মোঃজাকির হোসেন কবির, মোঃইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফ, মোঃহাসিব ভুট্রো, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, নাজমিন আক্তার তুলিসহ দলীয় নেতাকর্মীরা।

পরে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিনের সভপতিত্বে মাসিক আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভায় যোগ দেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃএমাদুল হক মনির। উপস্থিত ছিলেন প্রশাসনের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102