শাহাদাৎ হোসেন সরকার
আশুলিয়ায় সরকারি জমির মাটি অবৈধ ভাবে ভেকু দিয়ে খনন করায় একটি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (২২ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় আশুলিয়ার গাজীর চট মুন্সিপাড়া কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় ৪৬৩ দাগের (৮২,৪৮) শতাংশ সরকারি জমির মাটি ভেকু দিয়ে কেটে অন্য জমিতে প্লট করে বিক্রির উদ্দেশ্যে পায় তারা চালাচ্ছিল প্রফেসর আবুল কালাম আজাদ পালোয়ান নামে এক ব্যক্তি।
এমন গোপন সংবাদের ভিত্তিতে (২২জানুয়ারি) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়, উক্ত অভিযান পরিচালনার সময় অভিযুক্তরা পালিয়ে যায়। পরে একটি ভেকু জব্দ করেন আশুলিয়া সহকারী কমিশনার ভূমি আশরাফুর রহমান ।
এ বিষয়ে আশুলিয়ার সহকারী কমিশনার ভূমি আশরাফুর রহমান, বলেন কে বা কারা সরকারি সম্পত্তির মাটি খনন করে অন্যত্রে নিয়ে যাচ্ছিল,
এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ-সময় ভেকু ছাড়া অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি পরে খননকৃত স্থানটি উক্ত ভেকু দ্বারা পূরণের নির্দেশ দেওয়া সহ ভেকুটি জব্দ করা হয়েছে।
তবে পরবর্তীতে কেউ উক্ত জমির মাটি কাটাসহ দখল করার পায়তারা করলে তাদের বিরুদ্ধে মামলা করা সহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন আশরাফুর রহমান, সরকারি কমিশনার ভূমি আশুলিয়া মোঃ হাবিবুল্লাহ, কানঙ্গ, শফিকুর রহমান সার্ভেয়ার,মোঃ কিবরিয়া,মোঃ মান্নান সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দু প্রমুখ।