মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার।
মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া বিলের মাঠে সিয়াম ব্রিকস নুর আলমের ভাটায় অবৈধভাবে ফসলী জমির টপসয়েল কাটা বন্ধ করলো মহম্মদপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার পলাশ মন্ডল ও এসিল্যান্ড বাসু দেব কুমার মালোর হস্তক্ষেপে। বিনোদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবিএম মঞ্জুরুল ইসলাম গিয়ে সরেজমিনে মাটি কাটা কাজ বন্ধ করে। এসময় সাথে ছিলো আউটসোর্সিং অফিস কাম কম্পিউটার অপারেটর আশীষ কুমার সাহা। গত ১১ জানুয়ারি বিকাল ৫ টার সময় মহম্মদপুর ইউএনও ও এসিল্যান্ড মহোদয়ের আদেশে বিনোদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেয়। ইউএনও জানান ফসলি জমির মাটি কেটে ইটভাটাই নেয়ার কারণে ফসলি জমি ক্ষতির মুখে পড়েছে সেজন্য মাটিকাটা বন্ধ করে দিয়েছি পরবর্তীতে মাটি কাটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।