মোঃ জুয়েল খান বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
গত ২২ (জানুয়ারি) ২০২৪, সোমবার মোল্লাহাটের রত্নগর্ভা, সাহেরা খাতুন, স্বামী-মৃত: আব্দুল কুদ্দুস মোল্লা, ঠিকানা: গ্রাম ও পোস্ট-চুনখোলা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট বিকাল আনুমানিক ০৪:২০ ঘটিকায় শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল খুলনায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা সাহেরা খাতুন একজন রত্নগর্ভা মা ছিলেন।
তার ০৬ পুত্রের মধ্যে বড় পুত্র মোঃ বাবুল হোসেন মোল্লা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। ২য় পুত্র মোঃ শাহজাহান মোল্লা একজন স্বনামধন্য ব্যবসায়ী। ৩য় পুত্র মোল্লা জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ,বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশে ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) হিসেবে কর্মরত। ৪র্থ পুত্র মোল্লা আলমগীর হোসেন খুলনা জেলার ডুমুরিয়া থানায় সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত। ৫ম পুত্র মোল্লা জাকির হোসেন গাজীপুর হাইওয়ে পুলিশে-পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। ৬ষ্ঠ পুত্র মোল্লা আজাদ হোসেন বরিশাল ১০ এপিবিএন এর পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দেশ মাতৃকার সেবা করে যাচ্ছেন। ০১ কন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত।
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা নিজ গ্রামে মরহুমার জানাযার নামাজ সকাল ১১ঃ৩০ ঘটিকার সময়হয় এবং দাফন কার্য সম্পন্ন হয়। এ জানাযায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার মোজাম্মেল হোসেন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনু়্ল আলম ছানা মিয়া, অতিরিক্ত ডিআইজি মুন্সি আকবর আলী, এ এসপি সরদার মাসুম, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এস.এম. আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম সঞ্চয় মিয়া, ছাত্রলীগ নেতা আশিকুল আলম তন্ময় মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।